Advertisements

Free Cylinder: সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ১০টি গ্যাস, কীভাবে করবেন আবেদন? দেখুন

Isha Gupta

Isha Gupta

Updated on:

Free Cylinder: এবার এক বছরের গ্যাস সিলিন্ডার মিলবে বিনামূল্যে। শুধুমাত্র রেশন কার্ড থাকলেই জনগণকে এই বিশাল সুবিধা দিচ্ছে ভারতের সরকার। গ্যাসের জন্য দিতে হবে না কোন টাকা পয়সা। জনগণ পেয়ে যাবেন বছরের দশটি সিলিন্ডার সম্পূর্ন বিনামূল্যে।

Advertisements

১ বছরের ১০টি গ্যাস সিলিন্ডার কীভাবে পাবেন? কী কী কাগজপত্র জমা করতে হবে? কোথায় জমা করতে হবে? এই সমস্ত কিছু বিষয় বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনটি থেকে।

আমরা খুঁজছি প্রতিভাবানদের !

কন্টেন্ট রাইটার, ভিডিও এডিটর, ভয়েস ওভার আর্টিস্ট, কপি রাইটার এছাড়াও আরো অনেক গুলি পদে

Ads By CreativeHut

বর্তমান এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম চলছে ৯২৯ টাকা। যেখানে থাকে মোট ১৪.২ কেজি গ্যাস। এর পাশাপাশি সরকার থেকে ভর্তুকি হিসাবে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে ৩৮০ টাকা। লোকসভা ভোটের আগেই এলপিজি গ্যাস নিয়ে করা হলো এক বিরাট ঘোষণা। রাজ্যের জনগণদের জন্য এই সুবিধা করে দিচ্ছে বিজেপি সরকার।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ১ বছরের ১০টি গ্যাস সিলিন্ডার কীভাবে পাবেন?

বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যে যদি লোকসভা ভোটে বিজেপি জয়ী হয় তাহলেই রাজস্থানের মত ৪৫০ টাকার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে এই রাজ্যের জনসাধারণকে। এই প্রতিশ্রুতির বিপক্ষে কটাক্ষ করে রাজ্যের যুব তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জি জবাব দিয়ে বলেন যে দম থাকলে যেন বিজেপি সরকার গোটা দেশে বিনামূল্যে গ্যাস সরবরাহ করে। এছাড়াও বিজেপি সরকারের দাবি অনুযায়ী, রাজ্যের জনসাধারণকে এক বছরের দশটি এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বিনামূল্যে।

কারা কারা বিনামূল্যে পাবেন এক বছরের দশটি এলপিজি গ্যাস?

মনে করা হচ্ছে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। পরিবার থেকে একজন মহিলাই এই আবেদন করতে পারবেন। পরিবারের কারোর নামে এলপিজি গ্যাসের লাইন থাকলে তাদের আবেদন যোগ্য বলে বিবেচিত হবে না। তবে এই বিষয়ে কোনও রকম নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। শুধুমাত্র এটা আশঙ্কা।

আবেদনের জন্য কোন কোন নথি জমা দিতে হবে?

যেহেতু এটি একটি ইস্তেহার তাই এখনই বলা যাচ্ছে না কীভাবে এখানে আবেদন করতে হবে!

কোথায় জমা করতে হবে?

যতক্ষণ না এই প্রকল্প সঠিক ভাবে চালু হচ্ছে ততক্ষণ কোনও ভাবেই বলা যাচ্ছে না কোথায় কীভাবে কী কী নথি জমা দিতে হবে।

তবে অনেকেই মনে করছেন রাজ্যের ভোট পাওয়ার জন্য রাজ্যবাসীকে ভুল বা ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

whatsapp logo
About Author
Isha Gupta
Isha Gupta

বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।