Advertisements

ICDS Recruitment 2024: রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে! কীভাবে আবেদন করবেন? জেনে নিন

Adrit Mukherjee

Adrit Mukherjee

ICDS Recruitment 2024: মহিলা চাকরিপ্রাথীদের জন্য এল বড়সড় সুখবর! অঙ্গনওয়ারী পদে হতে চলেছে নিয়োগ। ছেলে হোক বা নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে সকলেই চায়। আর তাইতো বহু ছেলে মেয়ে আছে যারা সবকিছুকে দূরে সরিয়ে রেখে দিনের পর পর সরকারি চাকরি পাওয়ার আশায় কঠোর পরিশ্রম করে চলে। তবে, এবার যেসব মেয়েরা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এল খুশির খবর।

Advertisements

কিন্তু কিভাবে আবেদন করবেন? বেতনই বা কত পাবেন তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সবিস্তারে জেনে নেওয়া যাক।

আমরা খুঁজছি প্রতিভাবানদের !

কন্টেন্ট রাইটার, ভিডিও এডিটর, ভয়েস ওভার আর্টিস্ট, কপি রাইটার এছাড়াও আরো অনেক গুলি পদে

Ads By CreativeHut

ICDS Recruitment 2024

পদের নাম: অঙ্গনওয়ারী কর্মী

শুন্যপদের সংখ্যা: এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের কাছ থেকে কিছুই শোনা যায়নি।

শিক্ষাগত যোগ্যতা: জানা গিয়েছে যে, উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়ারী কর্মী পদে নিয়োগ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই বিষয়ে কোন নির্দেশিকা জারি করা হয়নি।

বেতন: এক্ষেত্রে বেতন ৬,৫০০ টাকা হতে পারে।

আরও পড়ুন: নিয়োগ করা হবে সিভিক পুলিশ, কীভাবে আবেদন করবেন? জেনে নিন

বয়সসীমা: অঙ্গনওয়ারী কেন্দ্রে আবেদন করতে হলে প্রাথীর বয়স প্রায় ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এমনকি তাকে ভারতীয় বাসিন্দা হতে হবে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি।

অঙ্গনওয়ারী পদে কিভাবে আবেদন করবেন? (How to apply for ICDS Recruitment 2024?)

এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট (wbsc.gov.in) মারফত অঙ্গনওয়ারী পদে নিয়োগের কোন নির্দেশিকা জারি করা হয়নি। তবে, আবেদন করার ক্ষেত্রে প্রাথীদের অনলাইনের মাধ্যমেই যে আবেদন করতে হবে তা অনুমান করা যায়। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো নোটিশ জারি করা হয়নি।

আরও পড়ুন: আরও বাড়ছে গরমের ছুটি! কতদিন বন্ধ থাকবে স্কুল? জানাল শিক্ষা সংসদ

অঙ্গনওয়ারী পদে কিভাবে নিয়োগ করা হবে? (How to appoint Anganwadi posts?)

এক্ষেত্রেও অনুমান করা যায় যে, প্রথমে লিখিত পরীক্ষা ও তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে।

whatsapp logo
About Author