Advertisements

Forest Recruitment 2024: বনদপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে, নূন্যতম যোগ্যতা থাকতে হবে? কিভাবে আবেদন? জানুন

Adrit Mukherjee

Adrit Mukherjee

Updated on:

Forest Recruitment 2024: চাকরিপ্রাথীদের জন্য বড়সড় সুখবর! বনদপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। প্রত্যেকেই চায় ভালো চাকরি করে জীবনে প্রতিষ্ঠিত হতে। আর সেই চাকরির তালিকায় যদি সরকারি চাকরি থাকে তাহলে তো আর কোন কথাই নেই। সম্প্রতি তেমনই একটি চাকরির খোঁজ মিললো।

Advertisements

কিন্তু এই চাকরির ক্ষেত্রে নূন্যতম যোগ্যতা কি থাকতে হবে? কিভাবে আবেদন করবেন জানেন কি? চলুন একনজরে জেনে নেওয়া যাক।

আমরা খুঁজছি প্রতিভাবানদের !

কন্টেন্ট রাইটার, ভিডিও এডিটর, ভয়েস ওভার আর্টিস্ট, কপি রাইটার এছাড়াও আরো অনেক গুলি পদে

Ads By CreativeHut

Forest Recruitment 2024

পদের নাম: Section Officer, Assistant, Upper clerk।

শূন্যপদের সংখ্যা: ৩টি

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে?

Regional Office, Ministry of Environment, Forest and Climate Change, Bhopal থেকে প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের ক্ষেত্রে প্রাথীদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হয়ে থাকে। Section Officer হিসেবে প্রথমেই প্রাথীকে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। এমনকি একাউন্ট, এডমিনিষ্ট্রেশন, ভিজিলেন্স এস্টাব্লিশমেন্টের উপর ২ বছরে এক্সপিড়িয়েন্সে থাকতে হবে।

Assistant পদের জন্য প্রাথীকে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করলেই হবে।

Upper Division Clerk এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ না থাকলেও এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে যে, এই পোস্টে চাকরি করতে হলে প্রাথীদের ক্যাশ ও একাউন্ট সেকশনে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: আরও বাড়ছে গরমের ছুটি! কতদিন বন্ধ থাকবে স্কুল? জানাল শিক্ষা সংসদ

বয়সসীমা: এক্ষেত্রে প্রাথীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন

  1. Section Officer পদের জন্য ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা ধার্য্য করা হয়েছে।
  2. Assistant পদের জন্য ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা ধার্য্য করা হয়েছে।
  3. Upper Division Clerk এর ক্ষেত্রে ২৫,৫০০ থেকে ৮১, ১০০ টাকা ধার্য্য করা হয়েছে।

কিভাবে আবেদন করবেন? (How to Apply For Forest Recruitment 2024)

এই পদে চাকরির জন্য প্রাথীকে কোনো পরীক্ষা দিতে হবে না। অনলাইনে কোনো আবেদন পত্র ফিলাপ করতে হবেনা। শুধুমাত্রএপ্লিকেশনের ফর্মটি একটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। আর সেটা দেখেই চাকরিপ্রাথীকে বেছে নেওয়া হবে।

আরও পড়ুন: নিয়োগ করা হবে সিভিক পুলিশ, কীভাবে আবেদন করবেন? জেনে নিন

কোন ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন?

Dy. Director General of Forests (Central), Regional Office, Bhopal, Ministry of Environment, Forest And
Climate Change, Kendriya Paryavaran Bhawan, Link Road No.3, E-5, Ravi Shankar Nagar, Arera Colony, Bhopal-462016 (M.P)।

Official Notification: Download

whatsapp logo
About Author