Advertisements

লজিস্টিক কোম্পানিতে চাকরির সুযোগ, মাধ্যমিক পাসে ১০,০০০ টাকা মাসিক বেতন, কীভাবে করবেন আবেদন? জানুন

Isha Gupta

Isha Gupta

ভারতবর্ষের সমস্ত মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ভারতের সবথেকে বড় লজিস্টিক কোম্পানিতে চাকরি পাবার দুর্দান্ত এক সুযোগ। কোন লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করা হবে যোগ্য কর্মীকে। মাসিক বেতন শুরু ১১,০০০ টাকা থেকে।

Advertisements

কোন পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা? চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? আবেদন করতে কোনো টাকা পয়সা লাগছে কিনা? এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা রইলো আমাদের আজকের এই প্রতিবেদনে।

আমরা খুঁজছি প্রতিভাবানদের !

কন্টেন্ট রাইটার, ভিডিও এডিটর, ভয়েস ওভার আর্টিস্ট, কপি রাইটার এছাড়াও আরো অনেক গুলি পদে

Ads By CreativeHut

কোন পদের জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা?

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বা সিনিয়র সহকারীর পদের জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

কী ধরনের কাজ করতে হবে?

কর্মীদের প্যাকিং পিকিং ও স্ক্যানিং ইত্যাদি কাজ করতে হবে।

চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে?

আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস।

চাকরি প্রার্থীদের বয়স সীমা কত থাকছে?

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

চাকরি প্রার্থীর মাসিক বেতন কত হবে?

নিযুক্ত কর্মীর মাসিক বেতন হবে ৯৪৬০ টাকা এর পাশাপাশি নিযুক্ত কর্মী পেয়ে যাবেন বিভিন্ন রকমের বোনাস ও অ্যালাওয়েল।

বোনাস ও অ্যালাউন্স এর টাকা কিসের উপর ভিত্তি করে পাওয়া যাবে?

কর্মীরা কমবেশি ১৫টি নাইট ডিউটি পেতে পারেন। সেক্ষেত্রে নাইট এলাউন্স কমবেশি- ১৮০০ টাকা আসবে এবং ২৬ দিনের সম্পূর্ণ উপস্থিতির উপর নির্ভর করে Attendance Bonus ও Leave Encashment পুরোটাই পাওয়া যাবে বলে জানা গিয়েছে। মাসিক বেতনের পাশাপাশি কর্মীরা পেয়ে যাবেন P.F ও E.S.I এর সুবিধা। এছাড়াও কাজের সময় দুপুরের অথবা রাতের খাবার থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।

চাকরিপ্রার্থীরা কীভাবে আবেদন করবেন?

উলুবেড়িয়া ফ্লিপকার্টের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর জন্য https://forms.gle/bMchPcVMQeAkUpP6A এই লিংকটিতে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

কবে ইন্টারভিউ নেওয়া হবে?

২০২৪ সালের এপ্রিল মাসের কুড়ি তারিখ অর্থাৎ আজ এই ইন্টারভিউ টি নেওয়া হবে ই এস আর লজিস্টিক পার্ক, বিরশিবপুর, উলুবেড়িয়াতে। নিকটবর্তী রেলস্টেশন হল বীরশিবপুর। হাওড়া-৭১১৩১৬।

ইন্টারভিউয়ের জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে?

ইন্টারভিউয়ের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে নিজের ছবি সমেত বায়োডাটা, আধার কার্ড ও প্যান বা ভোটার কার্ডের আসলের সাথে জেরক্স এবং নিজের পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় চাকরিপ্রার্থীকে অবশ্যই ফরমাল জামা ও জুতো পড়ে যেতে হবে।

কত টাকা আবেদন ফি লাগবে?

উলুবেড়িয়া ফ্লিপকার্ট লজিস্টিক কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য কোনরকম টাকা বা আবেদন ফি লাগবে না। এছাড়াও বিস্তারিত জানতে 9007783113 এই নম্বরে যোগাযোগ করতে পারেন চাকরিপ্রার্থীরা।

whatsapp logo
About Author
Isha Gupta
Isha Gupta

বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।