Advertisements

Shopping Mall Recruitment: শপিংমলে এসি রুমে কাজ, মাইনে ১৫,৬০০/-, আবেদনের পদ্ধতি দেখুন

Adrit Mukherjee

Adrit Mukherjee

Updated on:

Shopping Mall Recruitment: বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির যা বাজার তাতে একটি ভালো চাকরি পাওয়া তো দূর সাধারণ একটি চাকরি পাওয়াও খুবই কষ্টের একটি বিষয়। আর তাইতো দিনে দিনে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। তবে, এসবের মাঝেই মিললো সুখবর। বাজার কলকাতা শপিং মলে হতে চলেছে কর্মী নিয়োগ। জনপ্রিয় এই শপিংমলের নাম কমবেশি নিশ্চই সকলেই শুনেছেন। আর এবার সেখানেই মিলতে চলেছে কাজের সুযোগ।

Advertisements

কিন্তু কোন কোন পদে লোক নেওয়া হবে? কিভাবে আবেদন করবেন? আর বেতনই বা কত দেওয়া হবে তা জানেন কি? চলুন সেটাই এবার একনজরে জেনে নেওয়া যাক।

আমরা খুঁজছি প্রতিভাবানদের !

কন্টেন্ট রাইটার, ভিডিও এডিটর, ভয়েস ওভার আর্টিস্ট, কপি রাইটার এছাড়াও আরো অনেক গুলি পদে

Ads By CreativeHut

Shopping Mall Recruitment

পদের নাম: প্যাকেজিং, ডেটা এন্ট্রি, লেভেলিং, স্ক্যানিং,সিকিউরিটি গার্ড, বারকোড স্ক্যানিং, ক্যাশ ম্যানেজার, লোডিং এবং আনলোডিং, সহ অন্যান্য পদের জন্য লোকনেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা: ১২০টি।

শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে প্রাথীদের শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি নেই।

আরও পড়ুন: ধেয়ে আসছে কালবৈশাখী, তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! সতর্কতা জারি IMD-এর

কারা আবেদন করতে পারবেন?

এক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

বয়স: প্রাথীর বয়স সর্বোচ্চ ১৮-৩৮ বছরের মধ্যে হতে হবে।

বেতন: এক্ষেত্রে বেতন ১৫,৬০০ থেকে ২০,৩০০ টাকা ধার্য্য করা হয়েছে।

কোন জায়গার জন্য লোক নেওয়া হবে?

কলকাতা, রামপুরহাট, বালিগঞ্জ, ক্যানিং, গড়িয়া, নদীয়া, বর্ধমান, দমদম, শিয়ালদাহ, সোদপুর সহ অন্যান্য জায়গায় লোক নিয়োগ করা হবে।

আরও পড়ুন: PM কিসান কেন? লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন না! যদি এই কাজ না করেন

কিভাবে আবেদন করবেন? (How to Apply For Shopping Mall Recruitment?)

বাজার কলকাতায় চাকরির জন্য কিভাবে আবেদন করবেন তা জানতে হলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

প্রসঙ্গত, এটি একটি বেসরকারি চাকরি। তাই সবদিক দিয়ে জেনে বুঝে আবেদন করবেন।

Official Website: Apply

whatsapp logo
About Author