Indian Army Recruitment 2024: ভারতীয় সেনাবাহিনীতে বিপুল কর্মী নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

Isha Gupta

Isha Gupta

Indian Army Recruitment 2024: এবার যুব সম্প্রদায়ের সামনে চলে এসেছে দেশ সেবার জন্য ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের এক অনবদ্য সুযোগ। ১৪০ তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স বা TGC-140 র জন্য শুরু হয়ে গিয়েছে আবেদন পদ্ধতি। যোগ্য ইঞ্জিনিয়ারিং স্নাতক পুরুষদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে ভারতীয় সেনাবাহিনী।

আরও পড়ুন: PM Mudra Yojana: স্বপ্নের ব্যবসা শুরু করতে টাকা দিচ্ছে সরকার! আবেদন করলেই পাবেন ১ লক্ষ টাকা অবধি লোন

আমরা খুঁজছি প্রতিভাবানদের !

কন্টেন্ট রাইটার, ভিডিও এডিটর, ভয়েস ওভার আর্টিস্ট, কপি রাইটার এছাড়াও আরো অনেক গুলি পদে

Ads By CreativeHut

কোর্সটি কবে ও কোথায় শুরু হবে? বয়স সীমা কত? কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? কিভাবে আবেদন করবেন? কতদিন পর্যন্ত চলবে আবেদন পদ্ধতি? এছাড়াও সমস্ত তথ্য বিস্তারিত জানতে পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।

কারা আবেদন করতে পারবেন (Indian Army Recruitment 2024)?

সমস্ত ভারতীয় নাগরিক (পুরুষ), নেপালের নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত পুরুষরা টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, TGC – 140 তে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং (B.E/B.TECH) এ স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা শেষ বছরের পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য বয়স সীমা কত লাগবে?

আবেদনের জন্য পরীক্ষার্থীর বয়স হতে হবে ২০ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

কিভাবে আবেদন করবেন?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত মোট ৩০ টি শূন্যপদের জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি অবলম্বন করে। আবেদনের জন্য যেতে হবে ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট join indian army.nic.in এ। এরপর advertisement no. Army TGC Entry 140 থেকে সম্পূর্ণ আবেদন করা যাবে।

কতদিন পর্যন্ত চলবে আবেদন পদ্ধতি?

TGC – 140 র আবেদন পদ্ধতি শুরু হয়ে গিয়েছে ২০২৪ সালের ১০ই এপ্রিল থেকে। এই আবেদন পদ্ধতি চলবে ২০২৪ সালের ৯ই মার্চ পর্যন্ত।

কোর্সটি কবে ও কোথায় শুরু হবে?

উল্লিখিত কোর্সটি শুরু হবে ২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ইন্ডিয়ান মিলিটারি একাডেমী বা IMA দেরাদুনে।

কত হবে চাকরি প্রার্থীর মাসিক বেতন?

নির্বাচিত চাকরিপ্রার্থীর মাসিক বেতন হবে ৫৬,১০০/- থেকে ১,৭৭,৫০০/- (লেভেল ১০) এর মধ্যে।

পরীক্ষার্থীর নির্বাচন পদ্ধতি কি হবে?

TGC- 140 র জন্য পরীক্ষার্থীকে মোট তিনটি ভাগের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে আবেদনের লিস্ট অনুযায়ী পরীক্ষার্থীর নাম নির্বাচন করা হবে। তারপরে পরীক্ষার্থীকে দিতে হবে SSB ইন্টারভিউ। ইন্টারভিউ তে পাশ করলে ভেরিফিকেশন করা হবে পরীক্ষার্থীর সমস্ত ডকুমেন্ট এবং সর্বশেষে মেডিকেল পরীক্ষায় পাশ করলে TGC- 140 র জন্য নিয়োগ করা হবে পরীক্ষার্থীকে (Indian Army Recruitment 2024)।

whatsapp logo
About Author
Isha Gupta
Isha Gupta

বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।